শুক্রবার, ৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত শর্মা

জনতার ইশতেহার ডেস্ক
৮ মে, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত শর্মা
৮ মে, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ

জই২৪ ডটকম

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত শর্মা

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন, এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা দিলেন রোহিত শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে ভারতের অধিনায়ক রোহিত জানান, তিনি ওয়ানডে চালিয়ে যাবেন।

রোহিত লিখেছেন, ‘আমি জানাতে চাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য পরম সম্মানের ছিল। গত বছরগুলোতে আপনাদের সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আমি ওয়ানডে ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করা চালিয়ে যাব”

৩৮ বছর বয়সী রোহিত, তার ক্যারিয়ারের দ্বিতীয়ার্ধে হয়ে উঠেছিলেন ভারতের অন্যতম নির্ভরযোগ্য টেস্ট ব্যাটার। ৬৭টি টেস্টে তিনি করেছেন ৪৩০১ রান, যার মধ্যে রয়েছে ১২টি সেঞ্চুরি ও ১৮টি হাফসেঞ্চুরি। গড় ছিল ৪০.৫৭, যা দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে একজন ওপেনারের জন্য বেশ সম্মানজনক।

জই২৪ ডটকম/ক্রিকেট