সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩২
Live TV
সর্বশেষ

বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারকে “ফ্যামিলি কার্ড” দেওয়া হবে : তারেক রহমান

আশরাফুজ্জামান অপু
২৪ সেপ্টেম্বর, ২০২৪, ২:৩৫ অপরাহ্ণ
বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারকে “ফ্যামিলি কার্ড” দেওয়া হবে : তারেক রহমান
২৪ সেপ্টেম্বর, ২০২৪, ২:৩৫ অপরাহ্ণ

তারেক রহমান / জই২৪ ডটকম

রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে এমন কোন পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে অন্য কোন সৈরাচার ষড়যন্ত্র করার সুযোগ পায় গনতন্ত্রের পক্ষে সকল রাজনৈতিক দল ও মানুষকে সজাগ ও সতর্ক থাকতে হবে । একই ভাবে অন্তর্বতী কালীন সরকারকে সহযোগিতা করতে হবে । কোথাও কোন সমস্যা হলে তারও সমাধান করে দিতে হবে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেন।

তিনি বলেন,বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামেলি কার্ড প্রবর্তন করবে , আমি একটি কাজ করতে চাই। গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত যাব। প্রত্যেক পরিবারের জন্য আমরা রাষ্ট্রের পক্ষ থেকে ফ্যামেলি কার্ড দিব। পরিবারের মায়ের নামে বা গৃহিণীর নামে এই কার্ড হবে। প্রত্যেক পরিবারকে এই কার্ডের মাধ্যমে খাদ্যদ্রব্য প্রদান করা হবে। এই সহযোগিতা যদি আমরা কয়েক বছর ধরে চালু রাখতে পারি তাহলে গ্রামের মানুষ ক্ষুধা মুক্ত হবে।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন,আগামীতে জনগণের সমর্থন পেলে গনতন্ত্রকামী সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে বিএনপি দেশ পুনর্গঠন করবে। স্বৈরাচার সরকারকে বিতাড়িত করার জন্য বিগত ১৭ বছর আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে, আত্মত্যাগ করতে হয়েছে৷ দীর্ঘ এই সংগ্রামে হাজার হাজার মানুষ আত্মত্যাগ করেছেন। এই সংগ্রামে যেসকল রাজনৈতিক দল অংশ নিয়েছিলো, আগামীতে সকলে মিলে একসঙ্গে দেশ পুনর্গঠন করতে চাই।

তিনি কিশোরগঞ্জ জেলাকে একটি সম্ভাবনাময় জেলা উল্লেক করে বলেন, এ জেলায় উৎপাদিত ধান বাংলাদেশের মোট উৎপাদনের ১৬ শতাংশ । তাই কৃষকদেরকে সঠিক পরামর্শ দিয়ে এ উৎপাদন ২০ থেকে ২৫ শতাংশে নিয়ে যেতে হবে । তিনি হাওরের মাছ ও পনির বিদেশে রপ্তানী করে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা আয় হবে অপরদিকে নতুন করে কর্মসংস্থানেরও সুযোগ হবে ।

জুলাই-আগস্টের শহীদদের স্মরণ করে তিনি বলেন, নিজেদের অধিকার রক্ষার জন্য আপনারা সংগ্রাম করেছেন। জুলাই-আগস্টেই শহিদ হয়েছেন হাজারের ওপর মানুষ। স্বৈরাচার আমাদের দাবিয়ে রাখতে চেয়েছিল কিন্তু বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে মেনে নেয়নি৷ সেই জন্য তারা আত্মত্যাগ করেছেন। এখন বাংলাদেশের মানুষ নতুন প্রত্যাশা নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে। তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটতে হবে। আগামীতে অর্থনৈতিক স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তারেক রহমান বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই, স্বৈরাচার সরকারের পতন হয়েছে। কিন্তু এর প্রেতাত্মা এখনো বিচরণ করছে। লাখো জনতার আত্মত্যাগের বিনিময়ে সরকার গঠিত হয়েছে। এই আত্মত্যাগ বৃথা হতে দেওয়া যাবে না।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তবেই সরকারের জনগণের প্রতি জবাবদিহিতা থাকবে। দেশের উন্নয়নের জন্য দরকার জনগণের সরকার। সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে নির্বাচনের মাধ্যমে। যেদিন বাংলাদেশ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে সেদিন শহিদের আশা পূরণ হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘ সময়ের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এখন জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। নির্বাচনের মাধ্যমে সেই সরকার আসবে, নির্বাচন অনিবার্য। বিএনপির মাধ্যমে দেশে গনতন্ত্র আসবে। খালেদা জিয়া ও তারেক রহমানে মাধ্যমে দেশে গণতন্ত্র আসবে। গণতন্ত্র প্রতিষ্ঠিত করার আগ পর্যন্ত আমাদের মাঠে থাকতে হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, কিশোরগঞ্জের মানুষ প্রতিটি আন্দোলন সংগ্রামে যে ত্যাগ দিয়েছেন তা আমরা সবসময় স্মরণ করবো। আমাদের দীর্ঘ আন্দোলনের চূড়ান্ত পরিণত হয়েছে জুলাই-আগস্ট বিপ্লব। এই আন্দোলনের ক্ষেত্রে প্রস্তুত করতে গত ১৭ বছর হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে। অনেকে গুম হয়েছে। সব হত্যার জন্য স্বৈরাচার খুনিদের বিচার করতে হবে।

এর আগে, ২০১৪ সালের ১২ নভেম্বর কিশোরগঞ্জে জনসভা করেছিলেন বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরপর আর জেলায় বড় ধরনের কোনো কর্মসূচি পালন করতে পারেনি দলটি। এবার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ফলে দীর্ঘ ১০ বছর পর কিশোরগঞ্জে জনসভা করছে বিএনপি। আর এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি দিক নির্দেশনামূলক ভাষণ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ।জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এ জনসভা অনুষ্ঠিত হচ্ছেএ কর্মসূচি সফল করতে স্থানীয় বিএনপি গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি ছিল ।জনসভাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে দলীয় নেতাকর্মীদের মাঝে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল বক্তব্য প্রচারের জন্য এলইডি ডিসপ্লে প্রস্তুত করা হয়েছে। রোদ ও গরম উপেক্ষা করে ব্যানার-ফেস্টুন নিয়ে অনেককে সকাল থেকেই স্টেডিয়ামে অবস্থান নিতে দেখা গেছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান ও যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ।

জই২৪ ডটকম /রাজনীতি