শুক্রবার, ৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

৬,৫৭১ কোটি টাকার হিসাব না দিয়ে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের পিডি ‘পলাতক’: উপদেষ্টা

জনতার ইশতেহার ডেস্ক
৮ মে, ২০২৫, ১১:২২ অপরাহ্ণ
৬,৫৭১ কোটি টাকার হিসাব না দিয়ে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের পিডি ‘পলাতক’: উপদেষ্টা
৮ মে, ২০২৫, ১১:২২ অপরাহ্ণ

জই২৪ ডটকম

৬,৫৭১ কোটি টাকার হিসাব না দিয়ে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের পিডি ‘পলাতক’: উপদেষ্টা

কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ৬ হাজার ৫৭১ কোটি টাকার ব্যয়ের কোনও জবাবদিহিতা ছাড়াই সাবেক প্রকল্প পরিচালক ‘পালিয়ে গেছেন’ বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার (৭ মে) রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও কমিটির চেয়ারপারসন মুহাম্মদ ইউনূস।

পরিকল্পনা উপদেষ্টা জানান, বিদ্যুৎকেন্দ্রটির ১,২০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকলেও গত মাসে পিডিবি মাত্র ১৮৫ মেগাওয়াট বিদ্যুৎ কিনেছে। তিনি প্রশ্ন তোলেন, দেশের বিদ্যুৎ চাহিদা থাকলেও কেন এই সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না?

ওয়াহিদউদ্দিন মাহমুদ এ সমস্যার পেছনে অনিয়মকেই দায়ী করেন। তিনি জানান, ইন্দোনেশিয়া থেকে নিম্নমানের কয়লা আমদানি করা হচ্ছে, যা একটি বড় দেশি প্রতিষ্ঠানের মাধ্যমে সরবরাহ করা হয়। সেই কয়লায় দূষণ শনাক্ত হওয়ায় নমুনা পরীক্ষার জন্য ব্যাংককে পাঠানো হয়েছে।

বিদ্যুৎ প্রকল্পের সাবেক পরিচালক সম্পর্কে তিনি বলেন, “তিনি চুক্তিভিত্তিক নিয়োগে ছিলেন এবং এখন আর দেশে নেই। প্রকল্পে অডিট আপত্তি থাকলেও ৬,৫৭১ কোটি টাকার জবাবদিহিতা এখনও হয়নি। বিষয়টি কারও নজরে ছিল না, আর সাবেক পরিচালক এখন উধাও।”
তিনি প্রকল্প বাস্তবায়নের সময় আরও স্বচ্ছতা ও কঠোর নজরদারির উপর জোর দেন।

জই২৪ ডটকম/জাতীয়