বিটিভিতে ৪৯টি দেশে দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট

জই২৪ ডটকম ফটো
আগামীকাল (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ।
দীর্ঘ পাঁচ বছর পর বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে এসেছে জিম্বাবুয়ে। আগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তবে সম্প্রচার স্বত্ব বিক্রি করতে না পারায় এই সিরিজ টিভিতে দেখা নিয়ে ছিলো শঙ্কা। কিন্তু শেষ পর্যন্ত সেই শঙ্কার অবসান হয়েছে।
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ দেখা যাবে রাষ্ট্রয়ত্ব চ্যানেল বিটিভিতে (বাংলাদেশ টেলিভিশন)। বিটিভির মাধ্যমে বাংলাদেশসহ মহাদেশের ৪৯টি দেশে দেখা যাবে এই খেলা। এছাড়া অ্যাপল স্টোরেও পাওয়া যাবে বিটিভি অ্যাপ। সেখানেও খেলা দেখতে পারবেন দর্শকরা।
২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে মাঠে গড়াবে ২৮ এপ্রিল। এর আগে গত ১৯ মার্চ আগ্রহীদের সম্প্রচার স্বত্ব কেনার জন্য প্রস্তাব আহ্বান করা হয়। কিন্তু ৭ এপ্রিলের সময়সীমার মধ্যে কেউই সম্প্রচার স্বত্ব কেনার জন্য আবেদন করেনি।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ঘরোয়া সিরিজগুলো মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে টি স্পোর্টস এবং জিটিভি সরাসরি সম্প্রচার করত। কিন্তু গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়।
বনানীতে আজ (১৯ এপ্রিল) এক অনুষ্ঠানে এ প্রসঙ্গ বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘বিষয়টা গোড়া থেকেই বদলাতে হবে। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ঘরোয়া এবং আন্তর্জাতিক সব জায়গাতেই মন্দা যাচ্ছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর সময় লাগছে।’
দুঃসময়ে এগিয়ে এসে খেলা দেখানোয় বিটিভিকে ধন্যবাদ জানান তিনি, ‘বিটিভি দেখাচ্ছে, অনেক ধন্যবাদ তাদের। বিটিভির স্লট পাওয়া অনেক কঠিন। বিটিভি বিনা মূল্যে এটা দেখাবে। অন্তত মানুষের কাছে পৌঁছাবে খেলাটা।’
বিটিভির পাশাপাশি অন্য কোনো বেসরকারি চ্যানেলে খেলা দেখানো যায় কি না, সেই চেষ্টাও বিসিবি করছে বলে জানিয়েছেন ফারুক। ‘এখনও কথা চলছে অন্য কোনো চ্যানেল পাওয়া যায় কি না। এই ম্যাচ যদি না-ও দেখাতে পারি, পরের ম্যাচটি চেষ্টা করব। এ ছাড়া আগামী আড়াই বছরের জন্য মিডিয়া স্বত্ব বিক্রির ব্যাপারও আছে। ওটার জন্য টেন্ডার তৈরি করে ফেলেছি আমরা। সেখানেও আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানাব।’
বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলছে। সবমিলিয়ে এর মাঝে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজ দেখাতে আগ্রহী নয় কেউ। বিসিবির একটি সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও জিম্বাবুয়ের এই সিরিজটি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে লাভজনক হবে কি না, সেই কারণেই এই সিরিজটি টিভিতে দেখানোর আগ্রহের অভাব দেখা দিয়েছে।
জই২৪ ডটকম/ক্রিকেট
শেয়ার করুনঃ

সর্বশেষ
- ভারতের বিরুদ্ধে যেসব সিদ্ধান্ত জানালো পাকিস্তান
- মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ, হতাশায় ব্যবসায়ীরা
- জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় সদস্যপদ অর্জন করলো বাংলাদেশ
- ৮ মাসে ২৬ রাজনৈতিক দলের উত্থান, উদ্দেশ্য কী?
- হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- কাশ্মীর হত্যাকাণ্ডের ঘটনায় দুই সন্দেহভাজনের বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিল ভারত

সর্বাধিক পঠিত
- আইএমও’র কাউন্সিল সদস্য হলো বাংলাদেশ
- জাতীয়তাবাদী দল বিএনপি’র “স্পেন মাদ্রিদ” মহানগর কমিটি গঠিত
- ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম (ডিডিজেএফ) এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।
- শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন
- বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারকে “ফ্যামিলি কার্ড” দেওয়া হবে : তারেক রহমান
- বাংলাদেশ মোজাইক মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব রিয়াজুল আহসান (ওলু) সাহেব ইন্তেকাল করেছেন
