বুধবার, ৭ মে, ২০২৫, ২৪ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যু: অর্ধদিবস বন্ধ সুপ্রিম কোর্টের বিচারকাজ

জনতার ইশতেহার ডেস্ক
৫ মে, ২০২৫, ১১:৪০ অপরাহ্ণ
ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যু: অর্ধদিবস বন্ধ সুপ্রিম কোর্টের বিচারকাজ
৫ মে, ২০২৫, ১১:৪০ অপরাহ্ণ

জই২৪ ডটকম ফটো

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে আজ সোমবার (৫ মে) অর্ধদিবস বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ।

সোমবার (৫ মে) সকালেই সুপ্রিম কোর্ট প্রশাসন এ সিদ্ধান্তের ঘোষণা দেয়।

ব্যারিস্টার রাজ্জাকের দীর্ঘদিনের সহকারী এবং সুপ্রিম কোর্টের ফৌজদারি আইন বিশেষজ্ঞ মোহাম্মদ শিশির মনির জানান, মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আপিল বিভাগ চলবে সকাল ১১টা পর্যন্ত। আর হাইকোর্ট বিভাগের কার্যক্রম স্থগিত থাকবে দুপুর ১টা পর্যন্ত।

গতকাল রবিবার (৪ মে) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রোববার বাদ এশা, ধানমন্ডির তাকওয়া মসজিদে। আজ সোমবার সকাল ১১টায় সুপ্রিম কোর্ট বারের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ছিলেন দেশের একজন সুপরিচিত আইনজীবী ও বর্ষীয়ান ব্যক্তিত্ব। তার মৃত্যুতে বিচার অঙ্গনে অপূরণীয় এক শূন্যতা তৈরি হয়েছে।

জই২৪ ডটকম/আইন ও বিচার