চার দফা দাবিতে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের অবস্থান কর্মসূচি

জই২৪ ডটকম
চাকরিচ্যুত সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহাল করাসহ চার দফা দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা। এসময় তারা দাবি মানা না হলে জাহাঙ্গীর গেটের উদ্দেশে লং মার্চ করবেন বলে জানিয়েছেন।
রবিবার (১৮ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্ম – বিসিপির আয়োজনে এ কর্মসূচি পালন করেছেন চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা।
তাদের অন্য তিনটি দাবি হচ্ছে–
যদি কোনো সশস্ত্র বাহিনীর সদস্যকে চাকরিতে পুনর্বহাল করা সম্ভব না হয় তাহলে ওই সশস্ত্র বাহিনীর সদস্যকে সরকারি সব সুযোগ-সুবিধাসহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে; যে আইন কাঠামো ও এক তরফা বিচার ব্যবস্থার প্রয়োগে শত শত সশস্ত্র বাহিনীর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থা ও সংবিধানের আর্টিকেল-৪৫ সংস্করণ করতে হবে এবং গতকাল (শনিবার) গ্রেপ্তার হওয়া তাদের মুখ্য সমন্বয়ক সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া সৈনিক নাইমুল ইসলামকে মুক্তি দিতে হবে।
অবস্থান কর্মসূচিতে চাকরিচ্যুত সৈনিক মো. রিপন হোসেন বলেন, তিন বাহিনী মিলিয়ে প্রায় ৬০০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। বাধ্যতামূলক পেনশনে পাঠানো হয়েছে অনেককে। কোর্ট মার্শাল করে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যায়ভাবে চাকরিচ্যুতি আমরা মানি না।
নৌবাহিনীর সাবেক নাবিক এম বাহাউদ্দিন বলেন, ৪৫ মিনিট সময় দিয়েছি। আমাদের দাবির বিষয়ে আলাপ করতে ক্যান্টনমেন্ট থেকে যদি কেউ না আসে ৪৫ মিনিটের মধ্যে, তাহলে আমরা জাহাঙ্গীর গেটের উদ্দেশে লং মার্চ শুরু করব। এ ছাড়া আমাদের প্রধান সমন্বয়ক নাইমুল ইসলামকে মুক্ত করতে হবে।
জই২৪ ডটকম/জাতীয়
সম্পর্কিত খবর

সর্বশেষ
- ‘বিদেশি ক্রিকেটাররা না আসলেও আইপিএলের মান কমবে না’
- এআইইউবি প্রিমিয়ার লীগ (এপিএল) টি-১০ চ্যাম্পিয়নশিপ ২০২৫ অনুষ্ঠিত
- ৫০ শতাংশ বোনাস বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান এমপিওভুক্ত শিক্ষকদের
- চার দফা দাবিতে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের অবস্থান কর্মসূচি
- শাহরিয়ার হত্যা তদন্তে গাফিলতির প্রতিবাদ ও বিচার দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ
- এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যৌথ বাহিনী পরিচয়ে ৭০ ভরি সোনা লুট !

সর্বাধিক পঠিত
- আইএমও’র কাউন্সিল সদস্য হলো বাংলাদেশ
- জাতীয়তাবাদী দল বিএনপি’র “স্পেন মাদ্রিদ” মহানগর কমিটি গঠিত
- ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম (ডিডিজেএফ) এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।
- বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারকে “ফ্যামিলি কার্ড” দেওয়া হবে : তারেক রহমান
- শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন
- পোরশা গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
