বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

রাম চরণের নতুন সিনেমা, মুক্তির আগেই আয় করল ৩০০ কোটি!

জনতার ইশতেহার ডেস্ক
২৬ জানুয়ারি, ২০২৪, ৭:০৪ অপরাহ্ণ
রাম চরণের নতুন সিনেমা, মুক্তির আগেই আয় করল ৩০০ কোটি!
২৬ জানুয়ারি, ২০২৪, ৭:০৪ অপরাহ্ণ

‘গেম চেঞ্জার’ সিনেমার একটি দৃশ্য। -জই২৪.কম

ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণের আসন্ন সিনেমা ‘গেম চেঞ্জার’। ২০২১ সালের শেষের দিক থেকে আলোচনায় রয়েছে বড় বাজেটের সিনেমাটি। এস. শংকর নির্মিত সিনেমা চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তির কথা রয়েছে।

‘গেম চেঞ্জার’-এ শর্ট টেম্বার চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। যেখানে তার বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি।

জানা গেছে, মুক্তির আগেই সিনেমাটির ডিজিটাল স্বত্ব মোটা অংকের অর্থের বিনিময়ে বিক্রি হয়েছে এবং ‘গেম চেঞ্জার’ সিনেমার ডিজিটাল স্বত্ব ২৫০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৩৩০ কোটি ২১ লাখ টাকার বেশি) কিনে নিয়েছে জিফাইভ।

টলিউডের এক প্রতিবেদনে জানায়, এ সিনেমায় রাম চরণকে দুটি চরিত্রে দেখা যাবে। একটিতে রাম চরণকে শর্ট টেম্পার চরিত্রে দেখা যাবে। আর অন্য চরিত্রটি গ্রামের একজন রাজনৈতিকের। পরিচালক এস শংকর এ দুটো চরিত্রই নির্ভুলভাবে তৈরি করেছেন।

পলিটিক্যাল-ড্রামা ঘরানার এ সিনেমার বাজেট ৪৫০ কোটি রুপি। রাম চরণ-কিয়ারা ছাড়াও এতে আরও অভিনয় করছেন অঞ্জলি, জয়রাম, সুনীল, শ্রীকান্ত, নবীন চন্দ্র প্রমুখ।

জই২৪ ডটকম/সিনেমা