শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

ক্যানসার নিয়েই রোজা রাখছেন হিনা খান

জনতার ইশতেহার ডেস্ক
৪ মার্চ, ২০২৫, ৮:২১ অপরাহ্ণ
ক্যানসার নিয়েই রোজা রাখছেন হিনা খান
৪ মার্চ, ২০২৫, ৮:২১ অপরাহ্ণ

জই২৪ ডটকম ফটো

দীর্ঘদিন ধরেই স্তন ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী হিনা খান। বর্তমানে তার চিকিৎসা চলছে। ক্যানসারের থেকে সুস্থ হতে সর্বাত্মক লড়াই চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। যে কারণে সকল পরিস্থিতিতেই মনোবল শক্ত রাখার চেষ্টা করেন হিনা। মারণরোগ থাবা বসালেও পবিত্র রমজান মাসে রোজা রাখা থেকে বিরত থাকছেন না তিনি।

ক্যানসারকে সঙ্গে নিয়েই রমজান পালন করছেন হিনা খান। চেষ্টা করছেন নিয়মিত রোজা রাখার। রমজানের প্রথমদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইফতার ও সেহরির কিছু ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী।

সেই ছবিগুলো প্রকাশ করে হিনা লিখেছেন, ‘রমজান মুবারক। আমাকে কেমন দেখতে লাগছে? প্রথমদিনে সেহরী টু ইফতারের জার্নি। আল্লাহমুদিল্লাহ। সকলের প্রার্থনায় আমাকে মনে রেখো।’

ইনস্টাগ্রাম স্টোরিতে খেজুরের বাটি হাতে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ইফতারের জন্য তিনি প্রস্তুত। সেই ছবিতে হালকা সবুজ রঙের সালোয়ার কামিজে হিনাকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। অপর একটি ছবিতে দেখা গেছে, টেবিলে সাজানো বাহারি খাবারের পসরা। মায়ের সঙ্গে ইফতার নিয়ে বসেছেন হিনা।

উপোস করে রোজা পালনের মাঝেও নিয়মিত জিমে যাওয়ার অভ্যাসে বদল আনতে চান না হিনা। সোশ্যাল মিডিয়ায় আরও একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি ডেইল রুটিন মেনে চলার চেষ্টা করিছ। ধীরে ধীরে সহজভাবে জীবনের মূল স্রোতে ফিরতে চাইছি। রমজান পালনের প্রথম দিন…তোমরা সবাই কেমন আছো?’

কঠিন অস্ত্রোপচারের পর হাঁটার ক্ষমতা পর্যন্ত ছিল না হিনার। তবে বর্তমানে নিয়মিত চিকিৎসায় ক্যানসারের বিরুদ্ধে সেরে ওঠার লড়াইটা চালিয়ে যাচ্ছেন তিনি।

জই২৪ ডটকম/বিনোদন

শেয়ার করুনঃ