শুক্রবার, ২ মে, ২০২৫, ১৯ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

কুকুরের দুধ পান করেছে ছাগলছানা

লালমনিরহাট প্রতিনিধি
১৭ জানুয়ারি, ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
কুকুরের দুধ পান করেছে ছাগলছানা
১৭ জানুয়ারি, ২০২৪, ২:৪১ অপরাহ্ণ

জই২৪ডটকম ফটো

লালমনিরহাটে কুকুরের দুধ পান করেছে ছাগলছানা

লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনাহাট এলাকার আহমেদ হাবিবের বাড়ির উঠানে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে এক অন্য রকম দৃশ্য। সেটি হলো কুকুরের দুধ পান করেছে কয়েকটি ছাগলের ছানা। এমন ঘটনা নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকে এই বাড়িতে ভিড় করেছেন,ছবি তুলেছেন এমনকি ভিডিও ও করেছেন।

গতকাল মংগলবার সরেজমিনে ছাগল ছানাদের দুধ পান করতে দেখা গেল। আহমেদ হাবিব বলেন, তার বাড়িতে ১৬ টি ছাগল রয়েছে তার মধ্যে ৫টি বাচ্চা রয়েছে। একই সময়ে বাড়ির কুকুর টি কয়েকটি বাচ্চা জন্ম দেয়। ছাগলের ছানা গুলো পর্যাপ্ত দুধ না পাওয়ায় এক সময় তারা কুকুরের দুধ পান করেতে শুরু করে। এখন ক্ষুধা লাগলেই কুকুরটির কাছে
যায় এবং দুধ পান করে।

কালীগঞ্জ উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, কুকুর টি ছাগলছানা গুলোকে যেভাবে মাতৃস্নেহে দুধ পান করাচ্ছে তা সত্যি অবাক হওয়ার মতো ঘটনা।

কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহির তাহু বলেন, মা কুকুরের সঙ্গে ছাগলের ছানা গুলোর মধুর সর্ম্পকের বিষয়টি বিরল ঘটনা।
এটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।

জই২৪ডটকম/ইতিহাস