
সাকরাইনে পুরান ঢাকার বিভিন্ন বাড়ির ছাদ থেকে ঘুড়ি, ফানুস উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
আজ পুরান ঢাকার ঐতিহ্যবাহী ‘সাকরাইন উৎসব’। প্রতিবছর পৌষসংক্রান্তিতে এই উৎসবে মেতে ওঠেন পুরান ঢাকার বাসিন্দারা। পৌষসংক্রান্তি উৎসবটি তাদের ঐতিহ্যের প্রতীক। প্রতি বছর পৌষের শেষ দিনে উৎসবটি পালন করে থাকেন তারা।
ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতায় মাতেন ছোট-বড় সবাই। বর্তমানে দিনভর ঘুড়ি উড়ানোর পাশাপাশি সন্ধ্যায় আতশবাজি ও রঙ-বেরঙের ফানুশে ছেয়ে যায় বুড়িগঙ্গা তীরবর্তী শহরের আকাশ।
পুরান ঢাকায় ১৪ জানুয়ারি পালিত হয় সাকরাইন উৎসব। দিনের শুরু থেকেই পুরান ঢাকার বাড়িতে বাড়িতে চলে পিঠা বানানোর ধুম। এছাড়া দিনভর চলে রং বেরংয়ের ঘুড়ি বানানো। এদিন তারা বাহারী সাজে নিজের বাড়িঘর সাজিয়ে তুলেন।
সারাদিন এসব এলাকায় আকাশে রঙ-বেরঙের ঘুড়ি ওড়ে। ছাদে কিংবা রাস্তায় দাঁড়িয়ে ঘুড়ি ওড়ানো হয়। অধিকাংশ সময়ে ঘুড়ি কাটাকাটি প্রতিযোগিতা চলে। একজন অপরজনের ঘুড়ি কাটার প্রতিযোগিতায় মেতে ওঠেন।
পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সাকরাইনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শাঁখারীবাজার, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, গেণ্ডারিয়া, লালবাগ ও এর আশপাশের এলাকাগুলো সাকরাইন উৎসব পালন করতে প্রস্তুত করা হচ্ছে। বেশির ভাগ বাসার ছাদে সাউন্ড-সিস্টেম, আলোকসজ্জা ও লাইটিং করে সাজানো হচ্ছে।
অন্যান্য দিনে একটি ঘুড়ি পাঁচ টাকা হলে সাকরাইন উপলক্ষে তা বেড়ে হয়ে যায় ১০-১৫ টাকা। ঘুড়ির নাটাই, সুতো সব কিছুর দামই তিন-চার গুণ বেড়ে যায়। চায়না, কোরিয়ান ঘুড়িগুলোর দাম ১৫০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। আর বিভিন্ন আকারে নাটাইগুলোর দাম ৫০০ থেকে এক হাজার ২০০ টাকা।
এদিকে দিনব্যাপী ঘুড়ি উড়ানো শেষে পুরান ঢাকার অলিতে-গলিতে, বাসাবাড়ির ছাদে আয়োজন হয় ডিজেপার্টি, নাইটপার্টি। গানের তালে তালে নাচে মাতে তরুণ-তরুণীরা। এই প্রস্তুতিও দেখা গেছে বেশির ভাগ বাড়ির ছাদে।
এই দিনে পুরান ঢাকার মহল্লাগুলো ফিরে পাবে নতুন প্রাণ।
জই২৪ ডটকম/উৎসব
শেয়ার করুনঃ

সর্বশেষ
- খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল
- দুই পুত্রবধূকে নিয়ে নিজ বাসভবন ফিরোজায় খালেদা জিয়া
- দীর্ঘ জার্নি পর অসুস্থ খালেদা জিয়া, নেতাকর্মীদের বাড়িতে ফিরে যওয়ার অনুরোধ
- ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যু: অর্ধদিবস বন্ধ সুপ্রিম কোর্টের বিচারকাজ
- ৭৪ দিনেও স্বাভাবিক হয়নি কুয়েটের অচলাবস্থা; শিক্ষকদের ক্লাসে অংশগ্রহণে অনীহা
- জোবাইদা রহমানের নিরাপত্তায় থাকছে যেসব ব্যবস্থা

সর্বাধিক পঠিত
- আইএমও’র কাউন্সিল সদস্য হলো বাংলাদেশ
- জাতীয়তাবাদী দল বিএনপি’র “স্পেন মাদ্রিদ” মহানগর কমিটি গঠিত
- ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম (ডিডিজেএফ) এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।
- বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারকে “ফ্যামিলি কার্ড” দেওয়া হবে : তারেক রহমান
- শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন
- বাংলাদেশ মোজাইক মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব রিয়াজুল আহসান (ওলু) সাহেব ইন্তেকাল করেছেন
