বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক
৬ জানুয়ারি, ২০২৪, ৫:০৮ অপরাহ্ণ
ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন
৬ জানুয়ারি, ২০২৪, ৫:০৮ অপরাহ্ণ

ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন।

জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন আর নেই। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর। শনিবার (৩০ ডিসেম্বর) টম উইলকিনসনের মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দেয় অভিনেতার এজেন্ট।

মার্কিন গণমাধ্যম জানায়, উইলকিনসন তার স্ত্রী এবং পরিবারের সঙ্গে বাড়িতেই হঠাৎ মারা যান বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।

১৯৭৭ এর ‘দ্য ফুল মন্টি’র জন্য একটি বাফটা অর্জন এবং মাইকেল ক্লেটন এবং ইন দ্য বেডরুমের জন্য মোট ৬টি বাফটা মনোনয়ন পেয়েছিলেন উইলকিনসন। পাশাপাশি দুটি অস্কার মনোনয়নও পেয়েছেন তিনি।

দ্য ফুল মন্টি, শেক্সপিয়ার ইন লাভ এবং দ্য বেস্ট এক্সোটিক ম্যারিগোল্ড হোটেলের মতো চলচ্চিত্রের জন্য ব্যাপক পরিচিত ছিলেন তিনি।

২০০৮ সালে মিনি-সিরিজ জন অ্যাডামস-এ মার্কিন রাজনৈতিক ব্যক্তিত্ব বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের চরিত্রে অভিনয় করার জন্য একটি এমি এবং দ্য কেনেডিসে জন এফ কেনেডির বাবা জো হিসেবে একটি এমি মনোনয়ন পান উইলকিনসন।

২০১৪ সালের সেলমা-এ প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল এবং গার্ল উইথ অ্যা পার্ল ইয়ারিং-এ উপস্থিত হয়েছ

জই২৪/শোক সংবাদ