বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১৮ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

১০ বছরের জন্য স্টারলিংককে দুটি লাইসেন্স দিলো বিটিআরসি

জনতার ইশতেহার ডেস্ক
৩০ এপ্রিল, ২০২৫, ১১:৫০ অপরাহ্ণ
১০ বছরের জন্য স্টারলিংককে দুটি লাইসেন্স দিলো বিটিআরসি
৩০ এপ্রিল, ২০২৫, ১১:৫০ অপরাহ্ণ

জই২৪ ডটকম ফটো

স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেডকে দুটি লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এ দুটি লাইসেন্স হস্তান্তর করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশে স্টারলিংকের বাণিজ্যিক কার্যক্রম শুরুর পথ খুললো।

বিটিআরসি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্টারলিংককে ১০ বছর মেয়াদে নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স ও রেডিও কমিউনিকেশন অ্যাপারেটার্স লাইসেন্স নামে দুটি পৃথক লাইসেন্স হস্তান্তর করে বিটিআরসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের পূর্বানুমোদনক্রমে বিটিআরসি থেকে স্টারলিংককে এ লাইসেন্স দুটি হস্তান্তর করা হয়। প্রথম লাইসেন্সটি হস্তান্তর করেছে বিটিআরসির লাইসেন্সিং বিভাগ। যার মাধ্যমে স্টারলিংক বাংলাদেশে তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।

দ্বিতীয় লাইসেন্সটি হস্তান্তর করা হয় বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে। যার আওতায় ইন্টারনেট সেবা দেওয়ার জন্য অনুমোদিত তরঙ্গ ব্যবহার করাসহ বেতার যন্ত্র ও আনুষঙ্গিক যন্ত্রাংশ আমদানি ও ব্যবহার করতে পারবে স্টারলিংক।

জই২৪ ডটকম/জাতীয়

শেয়ার করুনঃ