রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

টাঙ্গাইলে সাদপন্থিদের ইজতেমা শুরু, জুমায় মুসল্লিদের ঢল

জনতার ইশতেহার ডেস্ক
৯ নভেম্বর, ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ণ
টাঙ্গাইলে সাদপন্থিদের ইজতেমা শুরু, জুমায় মুসল্লিদের ঢল
৯ নভেম্বর, ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ণ

জই২৪ ডটকম ফটো

টাঙ্গাইলে তিন দিনব্যাপী ইজতেমার শুরুর দিনে মুসল্লিরা।

টাঙ্গাইলে তিন দিনব্যাপী জেলা ইজতেমা (সাদপন্থি) শুরু হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর মিনি স্টেডিয়াম মাঠে এ ইজতেমার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) ফজরের নামাজের পর মাওলানা সৈয়দ আনিসুজ্জামানের বয়ানের মাধ্যমে এ ইজতেমার কার্যক্রম শুরু হয়। মহেড়া পিটিসি মসজিদের মুফতি নিজাম উদ্দিন বকশি জুমার নামাজ পড়ান। পরে কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা আরিফুর রহমান বয়ান করেন।

ইজতেমা পরিচালনা কমিটির সদস্য শামীমুল ইসলাম জানান, জেলার ১২টি উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসেছেন। এ ছাড়াও ইন্দোনেশিয়া থেকে ৯ জনের একটি দল ইজতেমায় অংশ নিয়েছেন। জুমার নামাজে প্রায় ১৫ হাজার মুসুল্লি অংশ নেন। আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। মোনাজাতে প্রায় ২৫ হাজার মুসল্লি অংশ নেবেন।

এদিকে, ইজতেমাকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও গোয়েন্দা তৎপরতাও লক্ষ্য করা গেছে।

জই২৪ ডটকম/সারাদেশ

শেয়ার করুনঃ