শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

রেকর্ড সংখ্যক এজেন্ডা নিয়ে বাফুফের নতুন কমিটির প্রথম সভা

জনতার ইশতেহার ডেস্ক
৮ নভেম্বর, ২০২৪, ১১:৩৮ অপরাহ্ণ
রেকর্ড সংখ্যক এজেন্ডা নিয়ে বাফুফের নতুন কমিটির প্রথম সভা
৮ নভেম্বর, ২০২৪, ১১:৩৮ অপরাহ্ণ

জই২৪ ডটকম ফটো

গত ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনে নতুন সভাপতি হয়েছেন তাবিথ আউয়াল। তার নেতৃত্বে নতুন কমিটি আগামীকাল শনিবার প্রথম সভা করবে, যেখানে আলোচনা করা হবে পৃথক ২৮টি বিষয় নিয়ে। রেকর্ড সংখ্যক এজেন্ডা বা আলোচ্যসূচির একটি তালিকা প্রকাশিত হয়েছে। এত এজেন্ডা নিয়ে আগে কখনও বৈঠক হয়নি।

নির্বাচনের পর প্রথম সভায় সাধারণত পরিচিতি, সাব কমিটি গঠন হয়ে থাকে। এর সঙ্গে গঠনতন্ত্র সংশোধনের মতো কঠিন বিষয়ও রয়েছে। জেলা ফুটবলের সামগ্রিক বিষয়ও আলোচনা সূচিতে রেখেছেন তাবিথ।

কাজী সালাউদ্দিনের আগের কমিটি বাফুফের দেনা প্রায় ১৫ কোটি টাকা রেখেছে। তাবিথ এই ব্যাপারে বেশ শক্ত অবস্থানে, দেনা-পাওনা সংক্রান্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ জানতে চেয়েছেন। দেনা ও পাওনার বিষয় সুনির্দিষ্ট আলোচ্যসূচি রয়েছে। এছাড়া ব্যাংক হিসাব পরিচালনা, ফিন্যান্স বিভাগের পরিকল্পনার বিষয়ও রয়েছে আলাদা এজেন্ডা হিসেবে। শুধু ভেন্ডরদের পাওনা নয় ফেডারেশনের ইউলিটি বিল, ট্যাক্স ও ভ্যাট পলিসিও থাকছে আলোচনায়।

জাতীয়, বয়সভিত্তিক দল, আর্থিক বিষয়াদি তো থাকছেই, ফেডারেশনের অস্থাবর সম্পত্তিও আছে আলোচনায়। ফিফা ফরওয়ার্ড প্রোগ্রামের আওতায় টেকনিক্যাল সেন্টার নির্মাণও আছে আলোচ্যসুচিতে। সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ইস্যুও বাদ যায়নি।
আগামীকাল সকাল সাড়ে দশটায় সভা শুরু হওয়ার কথা।

জই২৪ ডটকম/ফুটবল

শেয়ার করুনঃ