রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

আজ থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যবহার নিষিদ্ধ

জনতার ইশতেহার ডেস্ক
১ নভেম্বর, ২০২৪, ১১:৩২ অপরাহ্ণ
আজ থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যবহার নিষিদ্ধ
১ নভেম্বর, ২০২৪, ১১:৩২ অপরাহ্ণ

ফাইল ছবি

গেলো ১ অক্টোবর থেকে দেশের সুপারশপে পরীক্ষামূলকভাবে পলিথিনের মাধ্যমে বেচা-বিক্রি বন্ধের নির্দেশ দেয় সরকার। পলিথিনের বিকল্প হিসেবে সুপারশপে দেখা যায় পাট থেকে শুরু করে বিভিন্ন কাপড় ও কাগজের ব্যাগের ব্যবহার।

সেই ধারাবাহিকতায় পহেলা নভেম্বর থেকে কাঁচাবাজারেও পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়।

তবে, নিষিদ্ধ হলেও এদিন কাঁচাবাজারে দেদারসে পলিথিনের মাধ্যমে বেচাবিক্রি করতে দেখা যায় দোকানিদের। এর মধ্যে অনেকেই আবার জানেন না পলিথিন নিষিদ্ধের বিষয়। আবার কেউ জানলেও বিকল্প না থাকায় বাধ্য হয়েই ব্যবহার করছে পলিথিন।

বিক্রেতাদের মতো অনেক ক্রেতার জানা নেই সরকারের এই আদেশের বিষয়। তবে, পলিথিন নিষিদ্ধে সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানান অনেক ক্রেতা। পাশাপাশি দ্রুতই পলিথিনের পর্যাপ্ত বিকল্প আনার দাবি তাদের।

অন্যদিকে, নিষেধাজ্ঞার প্রথমদিন থেকে বাজার তদারকিতে নেমেছে মোবাইল কোর্ট। আপাতত শুক্র ও শনিবার এই দুই দিন সবাইকে সতর্ক করা হবে। তবে, ৩ নভেম্বর থেকে সারাদেশে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এর আগে কয়েকবার পলিথিন বন্ধের আইন করলেও ব্যবহার কমাতে পারেনি সরকার। এবার কতটুকু পলিথিন নির্মূল করতে পারে সেটাই এখন দেখার বিষয়।

জই২৪ ডটকম/জাতীয়