শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

৪.৭৮ লাখ টাকায় ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা

জনতার ইশতেহার ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৪, ৩:৫৭ অপরাহ্ণ
৪.৭৮ লাখ টাকায় ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা

Oplus_131072

৩০ অক্টোবর, ২০২৪, ৩:৫৭ অপরাহ্ণ

জই২৪ ডটকম ফটো হজযাত্রী

২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা, ৪.৭৮ লাখ টাকা থেকে সরকারি প্যাকেজ শুরুসরকারি হজ প্যাকেজের ধরণ ও মূল্য
সরকারিভাবে এবছর দুই ধরনের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে:

সাধারণ হজ প্যাকেজ-১: ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা
সাধারণ হজ প্যাকেজ-২: ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা

প্যাকেজের আওতায় মক্কা ও মদিনায় সুবিধাজনক আবাসন, মিনায় গ্রীন জোনে তাঁবু, আরাফা ও মিনায় যাতায়াতের জন্য বাস ও ট্রেনের ব্যবস্থা থাকবে। মক্কায় হজযাত্রীদের আবাসন, হারাম শরীফ থেকে ৩ কিলোমিটার এবং মদিনায় মসজিদে নববী থেকে ১.৫ কিলোমিটারের মধ্যে নির্ধারিত।

বিশেষ সুবিধা ও স্বাস্থ্যসেবা

প্রতি ৪৬ জন হজযাত্রীর জন্য ১ জন গাইডের ব্যবস্থা করা হবে, এবং মিনায় মোয়াল্লেমের পক্ষ থেকে খাবার সরবরাহের সুবিধা থাকবে। এছাড়া মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ ও প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হবে। হজযাত্রীদের নিজ নিজ খাবারের জন্য ৪০ হাজার টাকা এবং কোরবানির জন্য ৭৫০ সৌদি রিয়াল সঙ্গে রাখতে হবে।

এছাড়া, সরকারি প্যাকেজের সঙ্গে অতিরিক্ত অর্থ প্রদান করে হজযাত্রীরা মক্কা ও মদিনায় ২, ৩, এবং ৪ শয্যার রুম বা শর্ট প্যাকেজের সুবিধা নিতে পারবেন। বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা, এবং এজেন্সিগুলো চাইলে আলাদা বিশেষ প্যাকেজও ঘোষণা করতে পারবে।

জই২৪ ডটকম / ইসলাম