বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ, ১৪৩১
Live TV
সর্বশেষ

ইউটিউব চ্যানেল ফিরে পেলেন মিজানুর রহমান আজহারী

জনতার ইশতেহার ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ
ইউটিউব চ্যানেল ফিরে পেলেন মিজানুর রহমান আজহারী
২৯ অক্টোবর, ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ

জই২৪ ডটকম ফটো

মিজানুর রহমান আজহারী।

বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাকারদের থেকে পুনরুদ্ধার করা হয়েছে। হ্যাকড হওয়ার ২১ দিন পর চ্যানেলটির নিয়ন্ত্রণ ফিরে পেল আজহারীর টিম।

মঙ্গলবার (২৯ অক্টোবর) মিজানুর রহমান আজহারীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, আলহামদুলিল্লাহ, গত ৮ অক্টোবরে হ্যাক হয়ে যাওয়া আমাদের ইউটিউব চ্যানেলটি উদ্ধার করা হয়েছে। চ্যানেলটি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। রিকোভারি প্রক্রিয়ায় যারা সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। দ্বীন প্রচারের কাজে চ্যানেলটির পথচলা মসৃণ হোক।

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর রাত ২টার দিকে নিজেদের ইউটিউব চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায় আজহারির টিম। তাতে দেখা গিয়েছিল হ্যাকাররা নিয়ন্ত্রণ নেয়ার পর প্রথমে ক্রিপ্টোকারেন্সির মুদ্রা নিয়ে লাইভ করে। সেই লাইভের টাইটেল দেওয়া হয় ‘ব্র্যাড গার্লিংহাউস: রিপল বুল রান কনফার্মড! এক্সআরপি প্রাইস প্রিডেকশন’।

জই২৪ ডটকম/তথ্য প্রযুক্তি

শেয়ার করুনঃ