রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

বাজারে স্বস্তি আসুক

জনতার ইশতেহার ডেস্ক
২০ অক্টোবর, ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ণ
বাজারে স্বস্তি আসুক
২০ অক্টোবর, ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ণ

জই২৪ ডটকম ফাইল ফটো

সাধারণ জনগণ, যাদের নুন আনতে পান্তা ফুরায়; দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ যন্ত্রণা কেবল ভুক্তভোগীরাই হাড়ে হাড়ে অনুভব করতে পারে। কিন্তু চোরাকারবারি, মজুতদার ও কালোবাজারি সিন্ডিকেট তা কতটা অনুধাবন করছে? দিনমজুর ও খেটে খাওয়া মানুষ সংকটে পড়েছে। সরকারের পর সরকার বদল হচ্ছে, কিন্তু জনদুর্ভোগ কেন দূর হচ্ছে না?

মূল্যস্ফীতি, চাহিদা ও জোগানের ভারসাম্যহীনতা, উৎপাদন খরচ বৃদ্ধি, জোগান পদ্ধতি ব্যাহত হওয়া, সরকারি নিয়মনীতি, মুদ্রানীতি, মুদ্রার অবমূল্যায়ন, বাজারের শক্তিধর জোগানদাতাদের একক নিয়ন্ত্রণ, বহির্মুখী প্রাকৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও অনুমাননির্ভর বাজার ব্যবস্থাপনা, সর্বোপরি নৈতিক নিয়মনীতির অবজ্ঞার কারণেই বাজারে স্বস্তি আসছে না। এ ক্ষেত্রে প্রান্তিক কৃষক বা শ্রমিক ওপরের এসব বিষয়ের কোনোটিই তাদের নিয়ন্ত্রণে থাকে না। তারা যেন বলির পাঁঠা।

সবচেয়ে দুঃখের বিষয়, দেশের কৃষক-শ্রমিক যারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায় এবং পণ্য উৎপাদন করে, তারা কখনও তাদের ন্যায্যমূল্য ও মূল্যায়ন তেমন পায় না। যেমন উৎপাদিত পণ্যের যথাযথ মূল্য কৃষকের হাতে কখনও পৌঁছে না। কিন্তু পণ্য উৎপাদনের আনুষঙ্গিক উপকরণ, সঠিক মূল্য, পরিবহন, সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা এমন সব প্রয়োজনীয় দিক থেকে অনেক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়। অপরদিকে শ্রমিকরা তাদের শ্রমের যথার্থ মূল্য এবং ন্যূনতম সুযোগ-সুবিধা নিয়ে জীবনযাপন করতে কখনও সক্ষম হয়নি। এ যেন এক অভেদ্য চক্রজাল। শনির দশার রাহুর বদনজর।

এমন বাস্তবতা সামনে রেখে জনসাধারণকে নিদারুণ দুঃখ-কষ্ট থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য এই জাল ছিন্ন করবে কে? লাগামহীন দ্রব্যমূল্যের বাজার, অর্থনীতি যখন অস্থির হয়ে ওঠে তখন খেটে খাওয়া মানুষ দিশেহারা হয়ে যায়। এমন অশনিসংকেতকে পূর্ব থেকেই সতর্ক করে দেওয়ার জন্য এমন কেউ কি আছে, যে সর্বগ্রাসী বিড়ালের আক্রমণ থেকে রক্ষা করার জন্য সেটির গলায় ঘণ্টা বেঁধে দিতে সক্ষম? যার মাধ্যমে জনগণ সুরক্ষিত থাকবে।

জই২৪ ডটকম/অর্থ বানিজ্য

শেয়ার করুনঃ