রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

প্রস্তাবিত বাজেট বৈষম্যমূলক ও দুর্নীতিসহায়ক : টিআইবি

জনতার ইশতেহার ডেস্ক
১০ জুন, ২০২৪, ১০:৫৬ অপরাহ্ণ
প্রস্তাবিত বাজেট বৈষম্যমূলক ও দুর্নীতিসহায়ক : টিআইবি
১০ জুন, ২০২৪, ১০:৫৬ অপরাহ্ণ

জই২৪ ডটকম ফাইল ফটো

প্রস্তাবিত বাজেটকে বৈষম্যমূলক ও দুর্নীতিসহায়ক হিসেবে আখ্যায়িত করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

সোমবার (১০ জুন) দুপুরে রাজধানীতে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে ধারাবাহিকভাবে নৈতিকতাকে ধ্বংস করে দেয়া হচ্ছে।

ব্রিফিংয়ে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যেসব নীতি-অঙ্গীকারের কথা বলা হয়েছে বাস্তবে বরাদ্দের সাথে সেটি সামঞ্জস্যপূর্ণ নয়।
দেবপ্রিয় বলেন, নির্বাচনী ইশতেহারের বিষয়ে প্রস্তাবিত বাজেটে রাজনৈতিক বিশ্বস্ততা দেখায়নি শাসকদল। দেশের দুই ফুসফুস জ্বালানি ও ব্যাংকিং খাতের সংস্কার প্রয়োজন।

জই২৪ ডটকম/অর্থনীতি

শেয়ার করুনঃ