শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

কদমতলী প্রেসক্লাবের মিলনমেলা ও ইফতার মাহফিল

জনতার ইশতেহার ডেস্ক
৩০ মার্চ, ২০২৪, ১২:১২ অপরাহ্ণ
কদমতলী প্রেসক্লাবের মিলনমেলা ও ইফতার  মাহফিল
৩০ মার্চ, ২০২৪, ১২:১২ অপরাহ্ণ

জই২৪ ডটকম ফটো

কদমতলী থানা প্রেসক্লাবের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দসহ থানা এলাকায় বসবাসরত সাংবাদিকদের নিয়ে মিলনমেলা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক নব অভিযান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. আব্দুল আজিজ মাহফুজ এতে সভাপতিত্ব করেন।

২৯ মার্চ শুক্রবার বিকেল ৪টায় রাজধানী ঢাকার ৬০নং ওয়ার্ডের রায়েরবাগ এলাকার পুতুল বাড়ি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কদমতলী থানার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কদমতলী থানা প্রেসক্লাবকে বিভক্ত না করে প্রেসক্লাবটিকে একটি জাঁকজমকপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করার আহবান জানান সকলে। এ সময় ব্যালটের মাধ্যমে নির্বাচনের মধ্য দিয়ে থানার সাংবাদিকদের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ করার লক্ষ্যে থানার সাংবাদিকবৃন্দ সহমত প্রকাশ করেন।

ইফতার মাহফিলে অনুষ্ঠানে আরও সিদ্ধান্ত হয় ঈদ পরবর্তী সময় একটি ঈদ পুনর্মিলণী আয়োজনের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে নগরীর ৬০নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের স্থানীয় রাজনীতিবীদ বিভিন্ন পেশার লোক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কদমতলী থানার এ প্রতিষ্ঠানটি ২০০৯ সালের রেজিস্ট্রেশন ভুক্ত (৯৬৬০) প্রেসক্লাব।

জই২৪ ডটকম /৷ সংঘটন