রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

গরুর মাংস ৫০০ টাকায় বিক্রি সম্ভব, জানালেন ভোক্তার ডিজি

জনতার ইশতেহার ডেস্ক
১৮ মার্চ, ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ণ
গরুর মাংস ৫০০ টাকায় বিক্রি সম্ভব, জানালেন ভোক্তার ডিজি
১৮ মার্চ, ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাজারে ৫০০ টাকায় গরুর মাংস বিক্রি সম্ভব বলে জানালেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান। তিনি জানান, পথের হাটের ইজারা, চাঁদাবাজ বন্ধ, পরিবহন সমস্যা দূর হলে ৫শো টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করা সম্ভব।

রবিবার (১৭ মার্চ) ভোক্তা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। রমজানে নিত্যপণ্যে সাথে গরুর মাংসের অস্বাভাবিক দাম বৃদ্ধির বিষয়ে বাজার তদারকির কথাও জানান তিনি।

উল্লেখ্য, রাজধানীর ৩০টি স্থানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুলভ মূল্যে গরু-খাসির মাংস, ডিম, দুধ ও ড্রেসড ব্রয়লার বিক্রি হচ্ছে। সুলভ মূল্যে পণ্য কেনাকাটায় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং একইসঙ্গে খানিকটা স্বস্তি এনে দিয়েছে।

রাজধানীর বিভিন্ন পয়েন্টে ২৫টি গাড়িতে গরুর মাংস ৬০০, খাসি ৯০০, ড্রেসড ব্রয়লার ২৫০, দুধ প্রতি লিটার ৮০ ও ডিম প্রতি ডজন ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

জই২৪ ডটকম/ব্যবসা বাণিজ্য

শেয়ার করুনঃ