রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ট্রলি সমস্যা সমাধানে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

আতিয়ার রহমান ( চুয়াডাঙ্গা)
৪ মার্চ, ২০২৪, ১:১০ অপরাহ্ণ
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ট্রলি সমস্যা সমাধানে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ
৪ মার্চ, ২০২৪, ১:১০ অপরাহ্ণ

জই২৪ ডটকম ফটো

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগী বহন করার ট্রলি নিয়ে চলছে হুলস্থুল কান্ড!

চুয়াডাঙ্গা_সদর_হাসপাতাল, জেলার সাধারণ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল। অথচ গুরুতর অসুস্থ ব্যক্তিদের বহন করার ট্রলি একেবারে নেই বললেই চলে।এযেনো আলোর নিচেই অন্ধকার। গত তিনদিন আমি আমার গুরুতর অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে থেকেছি।বাইরে থেকে রোগীকে ইমারজেন্সিতে নিয়ে যাওয়া কিংবা
ইমারজেন্সি থেকে রোগীকে ওয়ার্ডে নিয়ে যেতে চাইলে আপনাকে পড়তে হবে বিড়ম্বনাই। একটি ট্রলি পেতে আপনাকে এক ঘন্টা খোঁজাখুঁজি করতে হবে। একবার ৫ম তলা সেখানে না পেয়ে আবারো ষষ্ঠ তলায়। না সেখানেও নেই। যদিও বা একটি ট্রলি পেলেন হাতে সেটি ওই লাট সাহেবের কুকুরের মত তিন পেয়ে। আবার হয়তো একটি পেলেন তার এক পাশের দুটি চাকায় বিকল।। এভাবে ঘুরতে ঘুরতে ট্রলির অভাবে রোগীর মৃত্যু ঘটবে নিশ্চিত।কোনরকমে হয়তো ওয়ার্ডে রোগী ভর্তি করলেন এবার রোগীর পরীক্ষার নিরীক্ষা করার জন্য আবারো ট্রলি প্রয়োজন। সেই একই গল্প। অল্প কয়েকদিন আগে ট্রলির অভাবে আমার এক কাজিন মারা গেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। গত তিনদিনে একটি মাত্র ভালো ট্রলি আমার চোখে পড়েছে।
অথচ জেলার একমাত্র হাসপাতালটিতে নিশ্চয়ই একটি পরিচালনা কমিটি আছে। তাদের দায়িত্ব কি? বিষয়টি কি তাদের চোখে পড়েনি কোনদিন। জেলায় একজন সম্মানিত জেলা প্রশাসক, হাসপাতালে সিভিল সার্জন, চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা চেয়ারম্যান, চুয়াডাঙ্গা পৌরসভার পৌর মেয়র এবং সর্বোপরি চুয়াডাঙ্গা জেলার প্রাণপুরুষ মাননীয় এমপি সাহেবও আছেন। এ সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদের রোগী বহন করা ট্রলি সমস্যার সমাধান করার ইচ্ছেটাই যথেষ্ট।।

বেশ কয়েকটি ট্রলির গায়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্রদান করা বলে লেখা আছে। মাননীয় উপজেলা চেয়ারম্যান, আপনি কি আর কোনদিন খোঁজ নিয়েছেন আপনার দেওয়া রোগী বহন করা ট্রলি গুলো “কোথায় কেমন আছে”।

আশা করব, দায়িত্বশীল ব্যক্তিদের শুভবুদ্ধির উদয় হোক। ট্রলি সমস্যা সমাধানে দ্রুততম সময়ের মধ্যে অন্ততপক্ষে ২৫ /৩০ টি ট্রলি’র ব্যবস্থা করবেন। এতে সাধারণ জনগন উপকৃত হবে।

জই২৪ ডটকম / স্বাস্থ্য চিকিৎসা