রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

জনতার ইশতেহার ডেস্ক
২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৫৫ অপরাহ্ণ
ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী
২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৫৫ অপরাহ্ণ

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। -ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, সাম্প্রতিক সময়ে পরপর ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রনালয় এবং স্বাস্থ্য মন্ত্রী হিসেবে আমি নিজেও দায় এড়াতে পারি না। যারা এর সাথে জড়িত তাদেরকে কোনোভাবেই ছাড় দেয়া হবেনা, এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে সরকার।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটা আগেও বলেছি এখনও বলছি ভুল চিকিৎসার চেয়ে চিকিৎসা না হওয়া ভালো। এসব অবৈধ হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রনালয়ের অভিযান অব্যাহত থাকবে। আজ মঙ্গলবার সকাল থেকে অভিযান শুরু হয়েছে। অভিযানে আমি নিজেও থাকবো।

ওষুধের দাম নিয়ন্ত্রণে বৈঠকে নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধের দাম এমনভাবে কমাতে হবে যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়। যেকোনো উপায়ে ওষুধের দাম কমানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আজকের বৈঠক থেকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা।

জই২৪ ডটকম/জাতীয়

শেয়ার করুনঃ