শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামানের মৃত্যুতে আইজেএফ-এর শোক

জনতার ইশতেহার ডেস্ক
১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৫৩ অপরাহ্ণ
সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামানের মৃত্যুতে আইজেএফ-এর শোক
১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৫৩ অপরাহ্ণ

জই ২৪ ডটকম / ফটো

ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরাম (আইজেএফ) সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক কে এম আব্দুল মজিদ সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
তারা বলেন, লায়েকুজ্জামানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।
দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামান শনিবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধায় মৃত্যুবরণ করেন।
এদিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
এদিন বিকালে কর্মস্থল রূপালী বাংলাদেশ পত্রিকা অফিসে কর্তব্যরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লায়েকুজ্জামান ১৯৬৪ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ফরিদপুরের নগরকান্দায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুর খবরে গণমাধ্যমকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

লায়েকুজ্জামান এর আগে কালের কণ্ঠ পত্রিকায় জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক মানবজমিন ও সকালের খবরে কাজ করেছেন। এছাড়া কলকাতা থেকে প্রকাশিত দৈনিক দিন দর্পণ পত্রিকায় বাংলাদেশ প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন।

লায়েকুজ্জামান প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হন। ১৯৮০ সালে তিনি ফরিদপুর জেলা স্কুল থেকে এসএসসি পাস করে রাজেন্দ্র কলেজে ভর্তি হন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স-মাস্টার্স করেন।
তিন ভাই ও তিন বোনের সংসারে ভাইদের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। রাষ্ট্রবিজ্ঞানে অনার্স-মাস্টার্স করলেও কর্মজীবনে
তিনি পেশা হিসেবে সাংবাদিকতা বেছে নেন।

জই২৪ডটকম /শোক সংবাদ