রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

শিশু নাঈমকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ

জনতার ইশতেহার ডেস্ক
৩১ জানুয়ারি, ২০২৪, ৮:৪৯ অপরাহ্ণ
শিশু নাঈমকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ
৩১ জানুয়ারি, ২০২৪, ৮:৪৯ অপরাহ্ণ

শিশু নাঈম হাসান নাহিদকে ৩০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ওয়ার্কশপের কাজ করতে গিয়ে তিন বছর আগে হাত হারানো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ১৩ বছর বয়সী শিশু নাঈম হাসান নাহিদকে ৩০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

চলতি বছরের এপ্রিল মাসের মধ্যে ওয়ার্কশপের মালিককে ১৫ লাখ টাকা এবং ডিসেম্বর মাসের মধ্যে আরো ১৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করে দিতে বলেছেন আদালত। ১০ বছর পর নাঈম হাসান নাহিদ ডিপোজিটের টাকা উত্তোলন করতে পারবে।

একইসঙ্গে শিশুটি এইচএসসি পাস না করা পর্যন্ত তাকে প্রতি মাসে ৭ হাজার টাকা করে দিতে বলেছেন হাইকোর্ট।

কিশোরগঞ্জের ভৈরবের নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক ইকবালকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার (৩১ জানুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক ও অ্যাডভোকেট মো. বাকির উদ্দিন ভূইয়া। সঙ্গে ছিলেন আইনজীবী তামজিদ হাসান। তারা বিনা পয়সায় শিশুটির পক্ষে মামলা পরিচালনা করেছেন। ওয়ার্কশপ মালিকের পক্ষে ছিলেন সাবেক আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

জই২৪ ডটকম/আইন ও বিচার