দেশে প্রথম সিএনজি আকারে প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু
দেশে প্রথমবারের মত শুরু হলো সিএনজি আকারে প্রাকৃতিক গ্যাস সরবরাহ কার্যক্রম। পাইপলাইনের বাইরে থাকা ভোলার গ্যাস সিএনজি আকারে এখন থেকে পৌঁছে দেয়া হবে তিতাসের শিল্প গ্রাহকদের।
আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। একই সময়ে ভোলা গ্যাসক্ষেত্র থেকে সিএনজি গ্যাস ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। যা আনা হচ্ছে নদী পথে। এর ফলে গ্যাস সংকটে থাকা শিল্প কলকারখানাগুলোর উৎপাদন পরিস্থিতি উন্নত হবে। যা দেশের জিডিপিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন পেট্রোবাংলা ও জ্বালানি মন্ত্রণালয়।
সঞ্চালন লাইন না থাকায় দ্বীপজেলা ভোলা থেকে উত্তোলিত গ্যাস এতোদিন সরবরাহ করা যাচ্ছিলো না জাতীয় গ্রিডে। তবে এবার কেটে যাচ্ছে সেই সংকট। ভোলার কূপ থেকে উৎপাদিত গ্যাস সিএনজিতে রূপান্তর করে আনার উদ্যোগে এলো সফলতা।
নতুন এই প্রক্রিয়ায় উচ্চচাপে গ্যাস করা হবে সিলিন্ডারজাত। এরপর নৌপথে পরিবহন করে আনা হবে রাজধানী ঢাকায়। বিশেষ ব্যবস্থায় পৌঁছে দেয়া হবে গ্যাস সংকটে থাকা শিল্প কারখানায়।
গত মে মাসে ইন্ট্রাকো কোম্পানি ভোলার গ্যাস আনতে জ্বালানি বিভাগের সঙ্গে চুক্তি করে। ১০ বছরের চুক্তিতে বলা হয়েছে দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সিএনজিতে রুপান্তর করা হবে। পরবর্তীতে এটি ২৫ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে। পরিবহনের দায়িত্বে থাকছে সুন্দরবন গ্যাস কোম্পানি।
ইন্ট্রাকো সরকারের কাছ থেকে প্রতি ঘনমিটার গ্যাস ১৭ টাকায় কিনে ৪৭টাকা ৬০ পয়সায় বিক্রি করবে।
পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, ‘সিএনজি আকারে যে গ্যাসগুলো আসবে, সেসব গ্যাস তিতাস গ্যাসের যে গ্রাহক আমরা নির্ধারণ করেছি তারা এই গ্যাস ব্যবহার করে শিল্প কারখানায় উৎপাদনে যেতে পারবে।’
এসময় জ্বালানি সচিব মো. নূরুল আলম জানান, সিলেট অঞ্চলে অনুসন্ধান করা গেলে আরও তেলের খনি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
১৯৯৫ সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার করে বাপেক্স। এরপর একে একে ৩টি গ্যাসক্ষেত্রে ৯টি কূপ খনন করা হয়। শাহবাজপুর থেকে গ্যাস উৎপাদন শুরু হয় ২০০৯ সালে। আর ভোলা নর্থ থেকে এখনো উৎপাদন শুরু হয়নি।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ভোলার এই গ্যাস শুধু ঢাকাতেই নয় বরং বরিশাল ও খুলনা বিভাগেও সরবরাহ করা হবে। যা খুলনা থেকে রংপুর অঞ্চলেও পাঠানো হবে। দাম কিছুটা বেশি হলেও চাহিদা থাকায় শিল্প ব্যবসায়ীরা ভোলার এই গ্যাস নিতে অনেক বেশি আগ্রহী বলে জানান তিনি।
জই২৪/অর্থনীতি
সম্পর্কিত খবর
সর্বশেষ
- সমাধান মিলল ২০০ বছরের পুরানো আগ্নেয়গিরি রহস্যের
- চিকিৎসার জন্য লন্ডন গেলেন বেগম খালেদা জিয়া
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ভারতের কবজা থেকে পাঁচ কিলোমিটার এলাকা অবমুক্ত করল বিজিবি
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা
- নিজের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আহ্বান জানালেন টিউলিপ
সর্বাধিক পঠিত
- জাতীয়তাবাদী দল বিএনপি’র “স্পেন মাদ্রিদ” মহানগর কমিটি গঠিত
- আইএমও’র কাউন্সিল সদস্য হলো বাংলাদেশ
- শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র চ্যাম্পিয়ন নীলা
- এলসি খুলতে আর সমস্যা হবে না: গভর্নর
- বাংলাদেশ মোজাইক মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব রিয়াজুল আহসান (ওলু) সাহেব ইন্তেকাল করেছেন