বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

প্রয়োজনের চেয়ে অতিরিক্ত চা পান করায় কিডনিতে ৩০০ পাথর!

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর, ২০২৩, ৮:৪৬ অপরাহ্ণ
প্রয়োজনের চেয়ে অতিরিক্ত চা পান করায় কিডনিতে ৩০০ পাথর!
১৯ ডিসেম্বর, ২০২৩, ৮:৪৬ অপরাহ্ণ

জ্বর ও ভীষণ কোমরে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন একজন তরুণী। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়, তার কিডনিতে পাথর হয়েছে। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত বোবা চা বা বাবল টি পান করার কারণেই নাকি এই হাল হয়েছে তার।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র তাইওয়ানে ২০ বছর বয়সী একজন তরুণীর সাথে এমন ঘটনা ঘটেছে। তার কিডনিতে অপারেশন করতে গিয়ে চিকিৎসকরা একসঙ্গে ৩০০টি পাথর দেখতে পান। অতিরিক্ত পরিমাণে বাবল টি পানের জন্যই তার কিডনিতে পাথর হয়েছে বলে দাবি করছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা জানায়, সবকটি পাথর একসঙ্গে রাখলে দেখে মনে হবে একটি ‘ছোট স্টিমড বান’। কোন স্টোনের আকৃতি ৫ মিলিমিটার তো কোনটার আকার ২ সেন্টিমিটার। জানা গেছে, ওই তরুণী পানির বদলে চা পান করতেন নিয়মিত। তাতেই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন তিনি।

বিশেষজ্ঞদের মতে, কিডনিতে পাথর তৈরি হওয়ার জন্য কিছু বিশেষ পদার্থ দায়ী। তার মধ্যে রয়েছে অক্সালেট, ফসফরাস এবং ক্যালসিয়াম। এই ধরনের উপাদান মূত্রের ঘনত্ব বাড়িয়ে দেয়। তখন মূত্র ত্যাগ করতে সমস্যা হয়। এই উপাদানগুলো একত্র হয়ে পরবর্তী সময়ে পাথরে রূপ নেয়।

বাবল টি বা বোবা চা তাইওয়ানের একটি বিখ্যাত পানীয়। বাবল চা ১৯৮০ সাল থেকেই তাইওয়ানে বেশ জনপ্রিয়। তাইওয়ান থেকে যারা বিদেশ পাড়ি দেন, তাদের হাত ধরেই ছড়িয়ে পড়ে এই চায়ের খ্যাতি। এই চা ১৯৯০ সালের দিকে যুক্তরাষ্ট্রে সুপরিচিত হয়ে উঠে।

জই২৪/আন্তর্জাতিক