শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

জনতার ইশতেহার ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৩, ৩:৪৩ অপরাহ্ণ
জামালপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
১৫ ডিসেম্বর, ২০২৩, ৩:৪৩ অপরাহ্ণ

জামালপুর সদরের তিতপল্লা বাস স্ট্যান্ডে বাস-পিকআপ ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে দুই ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার ১৫ ডিসেম্বর ভোর সাড়ে ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লাতে ঢাকাগামী একটি বাসের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতর হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মৃত সলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন ও জামালপুর সদরের ছোনটিয়া এলাকার আব্দুস সোবাহানের ছেলে শামসুল হক। তারা দু’জন স্থানীয় ব্যবসায়ী। এছাড়াও আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সিএনজিচালক সোজামিয়ার মৃত্যু হয়।

আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লাতে ঢাকাগামী একটি বাসের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপের পেছনে থাকা একটি সিএনজির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। অপরজন জামালপুর হাসপাতালে মারা যায়, আহত হয় ৬ জন।

জই২৪/