শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

গাজা ইস্যুতে চাকরি হারালেন ড্যাফোডিলের সেই শিক্ষিকা

জনতার ইশতেহার ডেস্ক
৮ এপ্রিল, ২০২৫, ১২:১২ পূর্বাহ্ণ
গাজা ইস্যুতে চাকরি হারালেন ড্যাফোডিলের সেই শিক্ষিকা
৮ এপ্রিল, ২০২৫, ১২:১২ পূর্বাহ্ণ

জই২৪ ডটকম ফটো

তাহমিনা রহমান।

‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস বর্জনের জন্য শিক্ষার্থীদের ডাবল অ্যাবসেন্ট দেওয়ার হুমকি দেওয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) তাহমিনা রহমানকে বরখাস্ত করেছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, “তাহমিনা রহমানকে তাৎক্ষণিকভাবে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে, এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে।”

তাহমিনা রহমান বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক ছিলেন।

জানা যায়, ফিলিস্তিনে ইসরায়েলের চলমান নৃশংসতার বিরুদ্ধে বিশ্বব্যাপী গড়ে ওঠা প্রতিবাদ ও ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সোমবার ড্যাফোডিলের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করার সিদ্ধান্ত নেন। এই বিষয়ে তাদের গ্রুপে প্রভাষক তাহমিনা শিক্ষার্থীদের জানিয়ে দেন, “ক্লাসে না আসলে ডাবল অ্যাবসেন্ট দেওয়া হবে।” এর পর ওই কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।

তাহমিনা রহমান অবশ্য রবিবার রাতে নিজের ভুল স্বীকার করে ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট দেন। তবে তীব্র সমালোচনার পর কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেছে।

জই২৪ ডটকম/রাজধানী

শেয়ার করুনঃ