শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

পাকিস্তানে জুমার নামাজে বোমা বিস্ফোরণে নিহত ৩

জনতার ইশতেহার ডেস্ক
১ মার্চ, ২০২৫, ১০:৫৭ অপরাহ্ণ
পাকিস্তানে জুমার নামাজে বোমা বিস্ফোরণে নিহত ৩
১ মার্চ, ২০২৫, ১০:৫৭ অপরাহ্ণ

জই২৪ ডটকম ফটো

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকার হক্কানিয়া মাদরাসায় জুমার নামাজের পর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জন নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের জরুরি বিভাগের মুখপাত্র বিলাল ফয়জি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় কমপক্ষে ২০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ডন পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, রমজানের আগে এটি ছিল শেষ জুমার নামাজ। তাই বেশি মানুষের উপস্থিতি ছিল। মসজিদটি একটি মাদরাসা প্রাঙ্গণে অবস্থিত। মাদরাসার শিক্ষার্থীদের আজই ছুটিতে যাওয়ার কথা ছিল।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, উদ্ধারকারী কর্মীরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছ। তাছাড়া পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

জই২৪ ডটকম/আন্তর্জাতিক

শেয়ার করুনঃ