শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

জনতার ইশতেহার ডেস্ক
২৫ এপ্রিল, ২০২৫, ১০:২৮ অপরাহ্ণ
হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
২৫ এপ্রিল, ২০২৫, ১০:২৮ অপরাহ্ণ

জই২৪ ডটকম ফটো

হবিগঞ্জের আজ‌মিরীগ‌ঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক ব্যক্তি।

শুক্রবার (২৫ এপ্রিল) সকা‌লে আজ‌মিরীগ‌ঞ্জের নোয়াগড় গ্রা‌মে ঘণ্টাব্যাপী এই সংঘ‌র্ষ হয়।

স্থানীয়রা জানান, নোয়াগড় গ্রা‌মে আধিপত্য বিস্তার নি‌য়ে শাহজাহান মেম্বার ও আক্তার মিয়ার মধ্যে বি‌রোধ চল‌ে আসছিল। এর জের ধ‌রে আজ সকা‌লে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নি‌য়ে ঘণ্টাব্যাপী সংঘ‌র্ষে জড়ায়।

এতে উভয়প‌ক্ষের প্রায় অর্ধশত লোক আহত হ‌য়ে‌ছে। আহতদের বি‌ভিন্ন হাসপাতা‌লে চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে। সংঘর্ষে ঘটনার খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থলে গি‌য়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ‌মিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম মা‌হিদুল হাসান বিষয়টি নিশ্চিত করে ব‌লেন, ঘটনার খবর পে‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনা হ‌য়ে‌ছে। ঘটনাস্থ‌লে পু‌লিশ মোতা‌য়েন র‌য়ে‌ছে।

জই২৪ ডটকম/সারাদেশ

শেয়ার করুনঃ