শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

তিউনিসিয়ায় আটকে পড়েছেন ৩২ বাংলাদেশি

জনতার ইশতেহার ডেস্ক
২৩ এপ্রিল, ২০২৫, ১০:০৮ অপরাহ্ণ
তিউনিসিয়ায় আটকে পড়েছেন ৩২ বাংলাদেশি
২৩ এপ্রিল, ২০২৫, ১০:০৮ অপরাহ্ণ

জই২৪ ডটকম ফটো

তিউনিসিয়ার বিভিন্ন শহরে ৩২ জন বাংলাদেশি আটকে পড়েছেন। তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে ত্রিপলীর বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (২২ এপ্রিল) ত্রিপলির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ‘তিউনিসিয়ার বিভিন্ন শহরে আটকে পড়া ৩২ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করে তাদের নামে ট্রাভেল পারমিট ইস্যু করেছে দূতাবাস। তাদের আউটপাসগুলো আইওএম তিউনিসিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।

ইতোমধ্যে দূতাবাসের প্রতিনিধি তাদের সাথে সাক্ষাৎ করে বুধবার (২৩ এপ্রিল) ২১ জনকে প্রাথমিকভাবে দেশে পাঠানোর বিষয়ে আশ্বস্ত করেছে। বাকিদের দ্রুততার সঙ্গে দেশে ফেরত পাঠানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ ছাড়া জানবুদা শহরে আটক ২ বাংলাদেশিকে মঙ্গলবার (২২ এপ্রিল) স্থানীয় আদালতে প্রয়োজনীয় আইনি সহায়তা দিয়েছে দূতাবাস এবং শিগগিরই তারা মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও গত মাসে (মার্চ) তিউনিসিয়া থেকে ১৭ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। গত ২৬ মার্চ এসব বাংলাদেশিকে দে‌শে প্রত্যাবাসন করা হয়। তখন ত্রিপোলীর বাংলা‌দেশ দূতাবাস জানিয়েছে, প্রত্যাবাসন হওয়া এসব বাংলাদেশি বিভিন্ন কারণে তিউনিসিয়ায় আটকে পড়েছিলেন। তাদের মধ্যে চারজন তিউনিসিয়ার জানদুবা জেলে আটক ছিলেন। দূতাবাসের নিরলস প্রচেষ্টা ও আইনি সহায়তার ফলে তারা দেশটির আপিল বিভাগের রায়ে মুক্তি পান এবং নিরাপদে দেশে ফেরার সুযোগ লাভ করেন।

জই২৪ ডটকম/জাতীয়

শেয়ার করুনঃ