শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ, ১৪৩২
Live TV
সর্বশেষ

পোরশা গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক 

জনতার ইশতেহার ডেস্ক
৭ এপ্রিল, ২০২৫, ১:০৭ পূর্বাহ্ণ
পোরশা গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক 
৭ এপ্রিল, ২০২৫, ১:০৭ পূর্বাহ্ণ

জই২৪ ডটকম ফটো

নওগাঁর পোরশায় আলমগীর কবির(৩৩) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার  চনারায়ন গ্রামের মাইজুদ্দিনের ছেলে। পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় এবং তার নেতৃত্বে এস আই(নিঃ) শিপন মিয়া, এএসআই(নিঃ) মোঃ সাহাজুল ইসলাম ও সঙ্গীয় ফোস সহ জরুরী ডিউটি করা কালীন সময়ে  অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে রবিবার বেলা আড়াইটার দিকে  নওগাঁ-পোরশা আঞ্চলিক মহাসড়কের শিশা  বাজার নামক স্থানে  ঢাকা থেকে ছেড়ে আসা সোনার তরী যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো -১৪-০৬৯৬ তল্লাশি করে ১ কেজি গাঁজা সহ আলমগীরকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আটক আলমগীরকে জেল হাজতে পাঠানো হবে

জই২৪ ডটকম /অপরাধ-দুর্নীতি