শিক্ষার্থীদের সমাবেশে পাঠের জন্য ‘নতুন শপথ’ ঘোষণা

জনতার ইশতেহার ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২১ মে, ২০২৫ । ১০:৫০ অপরাহ্ণ

জই২৪ ডটকম

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও সেবার মানসিকতা গড়ে তুলতে দেশের স্কুল-কলেজে চালু হচ্ছে ‘নতুন শপথ’।

বুধবার (২১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের স্বাক্ষরিত জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিদিন সকালের সমাবেশে শিক্ষার্থীরা এখন থেকে একটি নতুন শপথ পাঠ করবে। পুরোনো শপথের পরিবর্তে দেশ গঠনে অনুপ্রাণিত করতে নতুন এ শপথ চালু করা হচ্ছে।

নতুন শপথটি হলো- ‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না।

হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ উদ্যোগ দেশপ্রেম ও নৈতিক শিক্ষার বিকাশে সহায়ক হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আত্মমর্যাদাসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।

নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব প্রতিষ্ঠান, বিভাগীয় পরিচালক, জেলা প্রশাসক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

প্রজ্ঞাপনটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং দ্রুত বাংলাদেশ গেজেটে প্রকাশের জন্য সরকারি মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরে পাঠানো হয়েছে।

জই২৪ ডটকম/শিক্ষা ও শিক্ষাঙ্গন

সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর, নির্বাহী সম্পাদক : প্রদীপ রায় জিতু। রাকিবা টাওয়ার (৩য় তলা), বীরগঞ্জ, দিনাজপুর। ফোন : +৮৮০৯৬১৩৪৪৪৪৩৩, ই-মেইল : info@localhost. কপিরাইট © উত্তরের কণ্ঠ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন