
জই২৪ ডটকম ফটো
বাংলাদেশ মোজাইক মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি ও এফবিবিসি এর জিবি মেম্বার,মার্বেল টাচ্ ও আমান মার্বেল ইন্ডাস্ট্রিজের সত্ত্বাধিকারী আলহাজ্ব রিয়াজুল আহসান (ওলু) সাহেব ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন । দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি ছিলেন।
তার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত জনতার ইশতেহার টোয়েন্টিফোর ডটকম এর পরিবার ও বাংলাদেশ মোজাইক মার্চেন্ট অ্যাসোসিয়েশন।
তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছি ও তার পরিবারে কে ধৈর্যধারণ করার আল্লাহর সাহায্য কামনা করছি।
হাতিরপুল বাংলা মটর টাইলস মার্কেট একজন প্রিয় অভিবাবক হারিয়েছে যার অবদান ভুলার নয়। সবার মাঝে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
জই২৪ ডটকম /মৃত্যু