
জই২৪ ডটকম ফটো
শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন
. বুধবার বিকেলে গফরগাঁও রেলস্টেশন বড় জামে মসজিদ সংলগ্ন নিজ রাজনৈতিক কার্যালয়ে টানা ২০ বছর যাবত গফরগাঁও উপজেলা শ্রমিক দলের আহবায়ক গফুর হাসান কে দীর্ঘ সারে তিন মাস ঢাকা হাসপাতালে উন্নত চিকিৎসা শেষে নিজ এলাকায় আসলে উপজেলা শ্রমিক দলের সকল নেতাকর্মী ও আপামর জনসাধারণ ফুল দিয়ে বরন করেন।সকলের উদ্দেশ্যে তিনি বলেন ‘আপনাদের দোয়া ও ভালবাসায় মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে মহান আল্লাহ আমাকে আপনাদের সামনে হাজির করেছেন, আপনাদের কাছে আমি ও আমার পরিবার চিরঋণী’
মালা বরণ শেষে আমন্ত্রিত অতিথি সাংবাদিক আশরাফুজ্জামান অপু কে ব্যক্তিগতভাবে ফুলেল শুভেচছা দেন গফুর হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহবায়ক গফুর হাসান এর ছোট ভাই বিমানবন্দর থানা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান, গফরগাঁও শ্রমিক দলের নেতা ফরহাদ ও পাকুন্দিয়া কিশোরগঞ্জ যুবদলের নেতা এমডি রানা।
জই২৪ ডটকম / সংগঠন