
সোহেল আহমেদ ও কাজী জসীম জই২৪ ডটকম ফটো
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির “স্পেন মাদ্রিদ” মহানগর কমিটি গঠিত
সোহেল আহমেদ শামসুকে সভাপতি ও কাজী জসিম কে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির “স্পেন মাদ্রিদ” মহানগরের কমিটি গঠিত।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনায় অনুলিপি প্রেরণ করেন আনোয়ার হোসেন খোকন, বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য। উক্ত কমিটি অনুমোদন করেন জামাল উদ্দিন মনির সভাপতি স্পেন বিএনপি ও রমিজ উদ্দিন সাধারণ সম্পাদক স্পেন বিএনপি। সোহেল আহমেদ শামসু ছিলেন সাবেক স্পেন বিএনপি’র সহ-সভাপতি ও কাজী জসিম ছিলেন সাবেক সভাপতি স্পেন যুবদল।
জাতীয়তাবাদী দল বিএনপির স্পেন মাদ্রিদ মহানগর কমিটির বাকীরা হলেন সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন কবির,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ ও সংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ।
জই২৪ ডটকম/ রাজনীতি