
জই২৪/ফটো
আজ বছরের শেষ পূর্ণিমা
শেষ হচ্ছে ২০২৩ সাল। এই বছরের শেষ পূর্ণিমা আজ। বাংলা পঞ্জিকা বা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চলছে পৌষমাস। তাই এই পূর্ণিমাকে পৌষ পূর্ণিমাও বলা হয়ে থাকে।
আজ ২৬ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৫টা ৪৭ মিনিটে পূর্ণিমা শুরু হয়ে থাকবে আগামীকাল বুধবার সকাল ৬টা ৩ মিনিট পর্যন্ত। তবে সূর্য ডোবার পর রাতের আকাশে স্পষ্টভাবে দেখা যাবে এই বছরের শেষ পূর্ণিমা।
মাঘ মাসের এই পূর্ণিমা অন্যান্য সময়ের তুলনায় বেশ উজ্জ্বল হয়। এই পূর্ণিমা হিন্দু ধর্মে মার্গশীর্ষ পূর্ণিমা নামে পরিচিত। হিন্দু ধর্মে কথিত আছে এই সময়ে যে ব্যক্তি গঙ্গা স্নান করে, তার সমস্ত পাপ বিনষ্ট হয়।
পূর্ণিমা রাত বাঙালির জীবনে বিশেষ ভূমিকা রাখে। এই পূর্ণিমার আলোয় জোৎস্নায় ভাসতে নদীতীরে, সমুদ্রে বা গহীন অরণ্যে ছুটে যান বহু প্রকৃতিপ্রেমী।
জই২৪/পরিবেশ ও জীববৈচিত্র