
জই ২৪ ডটকম ফটো
আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার চতুর্থ কমিশন সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন অন্যান্য কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সানাউল্লাহ জানান, আদালতের রায়ের ১০ দিনের মধ্যে নিষ্পত্তির বাধ্যবাধকতা থাকায় আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা না করেই গেজেট জারি করা হয়েছে। তিনি বলেন, “আমরা তো সংক্ষুব্ধ নই, যদি হতাম তাহলে আদালতে আপিল করতাম।”
এর আগে গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি দিয়েছিল ইসি। তবে নির্ধারিত সময়ের মধ্যে সাড়া না পেয়ে রবিবার (২৫ এপ্রিল) গেজেট প্রকাশ করে কমিশন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হয়। সে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস জয়ী হলেও, অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ফল বাতিলের আবেদন করেন।
ওই বছরের ৩ মার্চ ঢাকার প্রথম যুগ্ম-জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে মামলা করেন ইশরাক। দীর্ঘ শুনানি শেষে চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম-জেলা জজ মো. নুরুল ইসলাম তাপসের জয় বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ বিজয়ী ঘোষণা করেন।
জই ২৪ ডটকম/ডিএসসিসি